News:

Follow us

মানসিক স্বাস্থ্য সম্পর্কিত জরিপ (COVID-19)

0Comments
0views

১) মানসিক স্বাস্থ্য সম্পর্কিত জরিপে অংশ নিতে – এখানে কিল্ক করুন অথবা বার কোডটি স্ক্যান করুন।

উপরের লিংকে ক্লিক করুন অথবা এই ছবিটি স্ক্যান করুন।

পৃথিবীর বিভিন্ন দেশ সহ আমাদের বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। বর্তমান সময়ের এই সংকটময় পরিস্থিতিতে আমাদের অনেকের মধ্যেই বিভিন্ন ধরনের হতাশা, মানসিক চাপ, ভয়, দুশ্চিন্তা ও বিষণ্ণতা বিরাজ করছে। আমাদের ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হাস্ব্যচ্ছোল/হাসিখুশি থাকা(Sense of Humor) যা আমাদেরকে বিভিন্ন সমস্যামূলক পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে। আমাদের হাস্ব্যচ্ছোল/হাসিখুশি থাকার প্রবণতা করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সৃষ্ট ভয়, দুশ্চিন্তা ও বিষণ্ণতা এর সাথে মোকাবেলা করতে কিভাবে আমাদেরকে সাহায্য করে তা জানা গুরুত্বপূর্ণ। এই উদ্দেশ্য কে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মিলে একটি গবেষণা পরিচালনা করছি।
অনুগ্রহ করে নিচের লিঙ্কে প্রদত্ত ফর্মটি সঠিক তথ্য দ্বারা পূরণ করে আমাদের গবেষণার কাজে সহযোগিতা করুন। আপনার পূরণকৃত তথ্য শুধুমাত্র গবেষণার কাজেই ব্যবহৃত হবে।

১) মানসিক স্বাস্থ্য সম্পর্কিত জরিপে অংশ নিতে এখানে ক্লিক করুন – https://forms.gle/53p8g4FCUazjrwCC9 চাইলে লিঙ্কটি আপনার ব্লগে অথবা ফেসবুকে শেয়ার দিতে পারেন প্রচারে্র স্বার্থে । উপরের লিংকে ক্লিক করুন অথবা নীচের ছবিটি স্ক্যান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search