ফ্রি অনলাইন কোর্স : মনোস্বাস্থ্য বিষয়ে দক্ষতা বৃদ্ধির ৪০ ঘন্টার ফ্রি অনলাইন কোর্স
মানসিক স্বাস্থ্য বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি উদ্দেশ্য ইউএনডিপির সহযোগিতায় মনের বন্ধু ফ্রি অনলাইন কোর্স চালু করেছে। কোর্সটি ইউএনডিপির কোভিড-১৯ ক্রাইসিস রেসপন্স (সাইকোসোশ্যাল সাপোর্ট) প্রকল্পের অধীনে, দেশ –বিদেশী মনোবিদ ও মনোরোগ বিশেষজ্ঞেদের সহযোগিতায় আর্ন্তজাতিক মান বজায় রেখে তৈরি করা হয়েছে।
এই ফ্রি অনলাইন কোর্সটিতে মোট ৪৫টি মডিউল আছে যা ৬টি বিভাগে বিভক্ত। এই ৬টি বিভাগে একজনকে স্ট্রেস, ডিপ্রেশন, সহমর্মিতা, সহনশীলতা, আবেগীয় বুদ্ধিমত্তার দক্ষতা, নিজের বিষয়ে ইতিবাচক থাকা, আত্মহত্যা প্রতিরোধ, সন্তানপালন বিষয়ে শিখানো হবে। শিখন পাকা পোক্ত করার জন্য প্রতিটি বিভাগের শেষে রয়েছে অনুশীলনের সুযোগ। কেউ চাইলে কোর্স শেষে সার্টিফিকেট নিতে পারেন তবে এর জন্য চুড়ান্ত অনুশিলনে আপনাকে ৬০ সতাংশ নম্বর পেতে হবে।
মনোস্বাস্থ্য বিষয়ে এই অনলাইন কোর্স করে যে কেউ সেই দক্ষতা তার জীবনে কাজে লাগিয়ে নিজে আরও সচেতন হতে ও সফল হতে প্রয়োগ করতে পারবেন। কিন্তু এই কোর্স করে কেউ নিজেকে কাউন্সেলর বা মনোবিদ হিসেবে পরিচয় দিতে পারবেন না। আপনার নিজের সমস্যা নিজে সমাধান করতে না পারলে অথবা পরিচিতজন কেউ মানসিক সমস্যায় পড়েছে বুঝতে পারলে প্রশিক্ষিত কাউন্সেলর, মনোবিদ বা মনোরোগ বিশেষজ্ঞের সহযোগিতা নিন।
এই কোর্সটি তে এনরোল হতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা মনের বন্ধু এর অফিসিয়াল ওয়েব পেইজ এ ভিজিট করতে পারেন – www.monerbondhu.org ।