আত্মবিশ্বাসী ব্যক্তিরা সবকাজ দৃঢ় প্রতয় নিয়ে করে থাকেন। তাদের চলা ফেরা ও কথা বার্তায় তা প্রকাশ পায়। আত্মবিশ্বাসী ব্যক্তিরা জীবনে সকল কাজ সফলভাবে মোকাবেলা করতে সক্ষম। তাই মনোবিজ্ঞানীরা মনে করেন “আত্মবিশ্বাসই সফলতার চাবি কাঠি”। নিচের অনুভুতিগুলো নিজের মধ্য অনুভুত হলে বুঝবেন আপনিও একজন আত্মবিশ্বাসী ব্যক্তি।
১। আপনি নিজের কাজ ও জীবনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে চলতে পারছেন।
২। সহজে ও সাবলীলভাবে নিঃশ্বাস নিতে পারছেন।
৩। কোন উদ্দেশ্য কে সামনে রেখে সে লক্ষ্যের দিকে এগোতে পারছেন কিংবা সে অনুযায়ী কাজ করতে পারছেন।
৪। কোন কাজে আত্মরক্ষামূলক কৌশল এর পরিবর্তে আপনি প্রো-একটিভ কৌশল নিয়ে থাকেন। অর্থাৎ সাধারণত, কোন কাজে শুধু অংশই নেন না, ঐ কাজের সমাধানের জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণে সচেষ্ট থাকেন।
৫। জীবনে যে সমস্যাই আসুক না কেন আপনি তা মোকাবেলা করতে পারবেন তা যতই কঠিন হোক না কেন, এই মনোভাব পোষণ করেন ।
৬। যে কোন সময় আপনি নিজেকে নিয়েও হাসতে পারবেন।
৭। সময় যতই লাগুক না কেন আপনি মনে করেন যে, শেষসময়ে সব ঠিকঠাক হয়ে যাবে।
একজন আত্মবিশ্বাসী ব্যক্তি নিজের কাজে সঠিক ভারসাম্য বজায় বেখে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায় আগে থেকে প্রস্তুতি নিয়ে। সেই সাথে জীবনের সমস্যাগুলো হাসতে হাসতে সমাধান করে ফেলে এই বিশ্বাস নিয়ে যে, শেষে সব ঠিক হয়ে যাবে। কাজেই আসুন আত্মবিশ্বাসী হই এবং জীবনে সফল হই।